গোলাপগঞ্জ প্রতিনিধি : মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও ভাল কাজের স্বীকৃতি স্বরুপ বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন গোলাপগঞ্জ মডেল থানার ৪জন পুলিশ কর্মকর্তা।
মঙ্গলবার (১৮আগষ্ট) সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় (জুলাই ২০২০) উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম, সহকারী উপ পরিদর্শক মোঃ ইউসুফ আলী, সহকারী উপ পরিদর্শক বাপ্পী রুদ্র পাল ও সহকারী উপ পরিদর্শক কমল রায়ের হাতে বিশেষ সম্মাননার পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন ভাল কাজে উৎসাহ দেওয়ার জন্য জেলা পুলিশের সম্মাননা স্বরুপ এই পুরস্কার পেলেন ৪জন কর্মকর্তা। তিনি বলেন এই পুরস্কারের ফলে থানায় কর্মরত অন্য কর্মকর্তাদের মাঝে কাজে উৎসাহ বৃদ্ধি পাবে। গোলাপগঞ্জ মডেল থানার কর্মকর্তাদের সম্মাননা দেওয়ায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Posted ১১:২১ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad