গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। রবিবার দুপুর দুইটায় আমুড়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে দ্বায়িত্বশীল সূত্র জানায়।
শুক্রবার সকালে উপজেলা আওয়ামীলীগের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ। এর আগে চলতি মাসের ৩ তারিখ গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের প্রস্তুতিমূলক সভায় ৫ নভেম্বর গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের, ৭ নভেম্বর আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের ও ৮ নভেম্বর ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।
নির্ধারিত তারিখে পৌর আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হলেও আমুড়া ও ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন স্থগিত ঘোষনা করা হয়।
Posted ১০:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad