অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক সিলেটের গোলাপগঞ্জে লাল শাক চাষ নিয়ে বাকবিতন্ডায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির রায়গড় (ভটরপাড়া) গ্রামে যুক্তরাষ্ট্র প্রবাসী রফিক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত পাঁচ মাস থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী রফিক মিয়ার বাড়ি রক্ষনাবেক্ষনের জন্য জকিগঞ্জ পৌর এলাকার পূর্ব খলাছড়া গ্রামের আব্দুল করিম ও তার স্ত্রী সোফিয়া বেগম (২৯) বসবাস করে আসছিলেন। ৫/৬দিন আগে বাড়ির মালিক রফিক মিয়া লাল শাক এর বীজ বপনের জন্য আব্দুল করিমের কাছে দেন। সপ্তাহ পেরিয়ে গেলেও বীজ রোপণ না করায় রোববার সকালে আব্দুল করিম ও তার স্ত্রী সোফিয়া বেগমের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে স্বামী আব্দুল করিম উত্তেজিত হয়ে স্ত্রীকে কিল ঘুষি মারেন। এঘটনায় স্ত্রী সোফিয়া বেগম জ্ঞান হারান। কিছুক্ষনের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে স্ত্রীর লাশের পাশে বসে বিলাপ করতে দেখা যায স্বামী আব্দুল করিমকে। বার বার আর্তনাদে মূর্ছা যাচ্ছিলেন তিনি। এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় বলে জানান স্থানীয়রা। দাম্পত্য জীবনে তাদের আলী হোসেন (৮) ও মাইশা আক্তার মুন্নি (৫) নামে সন্তান রয়েছে।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ও স্বামী আব্দুল করিম (৪৩) কে পুলিশ হেফাজতে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।
Posted ৯:২০ অপরাহ্ণ | সোমবার, ২৩ নভেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad