অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে মাটিকাটার বকেয়া পারিশ্রমিক চাওয়ায় মুন্নি বেগম (৩৫) নামে এক অসহায় নারী নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার লক্ষনাবন্দ ইউপির মুন্সিপাড়া গ্রামে টিকাদার সুহেল আহমদের হাতে নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেন নির্যাতিতা মহিলা। অভিযুক্ত সুহেল মুন্সিপাড়া গ্রামে ভাড়া বাসায় থাকেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের ভানুগাছ এলাকায়।
জানা যায়, মুন্নি বেগমের স্বামী সাবুল মিয়া দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যাওয়ায় দীর্ঘদিন থেকে তিনি গোলাপগঞ্জের লক্ষনাবন্দ ইউপির পুরকায়স্থবাজার এলাকায় ললাই মিয়ার কলোনীতে বসবাস করছেন। এখানে দিনমজুর হিসেবে মাটিকাটার কাজ করেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বড়পুকুরিয়া গ্রামে।
ভিকটিম মুন্নি বেগম জানান, টিকাদার সুহেল আহমদের কাছে পাওনা ১৩শ টাকা চাইতে গেলে সে ক্ষিপ্ত হয়ে তাকে লাত্তি মেরে মাটিতে ফেলে দেয়। পরে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরদিন বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
অভিযুক্ত সুহেল আহমদ বলেন, আমার কাছে তার ১হাজার টাকা পাওনা আছে। অশালীন আচরণ করায় তাকে চড়-থাপ্পর মেরেছেন বলে স্বীকার করেন। স্থানীয় ইউপি সদস্য ইমাম উদ্দিন কনাই প্রতিবেদকের সাথে কথা হলে তিনি জানান ওই নারীর শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করি। থানা পুলিশকে মৌখিকভাবে এবিষয়ে অবগত করেছেন বলেও জানান।
Posted ১০:২২ অপরাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad