অজামিল চন্ত্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলার ঘটনায় ৩জন আহত হয়েছেন। ঘটনাটি সোমবার বিকাল ৩টায় ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল লাল মাটি গ্রামে ঘটে। এঘটনায় তাৎক্ষণিক ৪জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন আমিন আলীর পুত্র ললাই মিয়া (৪০), ছয়ফুল আহমদ (৪০), মিছির আলীর পুত্র হুনাই মিয়া (৩৫), নুর মিয়া (৫০)।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে সোমবার বিকেলে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল লাল মাটি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত হন এই গ্রামের মৃত মর্তুজ আলীর পুত্র শাহিন আহমদ (৪৫), মন্নান মিয়া পুত্র টিপু আহমদ (৩০) এবং মৃত মর্তুজ আলীর পুত্র লেচু মিয়া (৫০) আহত হন। এদের মধ্যে শাহিন আহমদ ও টিপু আহমদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে ও ৪জনকে আটক করে।
Posted ৪:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad