অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ গোলাম কবির দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার বিকালে সদ্য বিদায়ী গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রহমানের নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন।
উল্লেখ্য সম্প্রতি গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানকে সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়। সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান (এনডিসি) স্বাক্ষরিত একই প্রজ্ঞাপনের মাধ্যমে ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরকে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর গোলাপগঞ্জ উপজেলায় নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মামুনুর রহমান যোগদান করেন। তিনি এর পূর্বে এই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
Posted ১০:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad