অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ক্রমে দীর্ঘ হচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর তালিকা। মঙ্গলবার মধ্যরাতে এ তালিকায় যুক্ত হলেন আরো ৮জন রোগী।
নতুন আক্রান্তদের মধ্যে পৌরসভার ৩জন, ফুলবাড়ি ইউপির ১জন, ঢাকাদক্ষিণের ২জন, বাদেপাশার ১জন ও হাসপাতালের একজন ষ্টাফ রয়েছেন। রাতে নতুন ৮জন ও সন্ধ্যায় ১জনসহ মঙ্গলবার মোট ৯জনের করোনা শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন।
নতুন আক্রান্তদের মধ্যে পৌর এলাকার বাসিন্দা ধর জুয়েলার্সের স্বত্ত্বাধীকারী দিপক দেব (৪৬), দাড়িপাতন গ্রামের লায়েক খান (৩৪), ঘোষগাও গ্রামের তামিন আহমদ (৩০), ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় গ্রামের আব্দুর রউফ (৮২) নামে একজন বৃদ্ধ, কানিশাইল গ্রামের তাজিমুল ইসলাম (২২), ফুলবাড়ি ইউনিয়নের সুলতানা চৌধুরী (৪২), বাদেপাশা ইউনিয়নের নাইমুর রহমান (২৭), হাসপাতালের ষ্টাফ নুরুল আমিন (২০)। এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের গির্ধ গ্রামের লায়েক আহমদ (৩৬) নামে একজনের ঢাকা থেকে নমুনা দেওয়ার ১৭দিন পর রিপোর্ট পজেটিভ আসে।
এদিকে মঙ্গলবার সুস্থ হয়েছেন আরো ১২জন। এনিয়ে গোলাপগঞ্জে মোট ১৩৯জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হলো। নতুন ১২জনসহ ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৭৫জন ও মৃত্যুবরণ করেছ্নে ৭জন।
Posted ৮:৩০ অপরাহ্ণ | বুধবার, ০১ জুলাই ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad