অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর ১টায় এসআই একলাছ মিয়ার নেতৃত্বে পুলিশ উপজেলার আমুড়া ইউপির ধারাবহর গ্রামে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো ধারাবহর গ্রামের মুমিন আলীর ছেলে রানা মিয়া (৪০), একই গ্রামের মৃত আব্দুর নুরের ছেলে মো. হোসেন (৩২), মৃত হেকিম আলীর ছেলে হোসেন আহমদ (৩৮), ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের মৃত ইরমান আলীর ছেলে তানু মিয়া (২৫) ও সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বসন্তপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মো. আলম (৩০)।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে এক বান্ডিল জুয়া খেলার তাস ও নগদ ২হাজার ১০২টাকা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে গোলাপগঞ্জ মডেল থানা মামলা (নং ৩২ তাং ২৫.০৭.২০২০) দায়ের করা হয়। গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
Posted ৩:০৪ অপরাহ্ণ | শনিবার, ২৫ জুলাই ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad