অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে অগ্নিকান্ডের ঘটনায় ১৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেয়ে। শুক্রবার ভোরে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হেতিমগঞ্জ কায়স্থগ্রাম (ছনকিত্তায়) এলাকায় এঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও পুড়ে ছাই হয়ে গেছে বাড়ীর আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ সামগ্রী। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হবে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ওই বাড়ী এশিয়ান টেলিভিশন সিলেট প্রতিনিধি রুহিন আহমদের বাড়ি।
রুহিন আহমদের পরিবারের লোকজন ও স্থানীয় লোকজন জানান ভোরে ঘুমে থাকা অবস্থতায় অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। কোন কিছু বুঝার আগে মূহুর্তে আগুন ছড়িয়ে পড়ে ঘরের চারপাশে। ঘুম থেকে উঠে বাড়ীর লোকজন ঘর থেকে বের হতে পারলেও কিছু রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এব্যাপারে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফয়সল আহমদ জানান ঘটনার পর থেকে প্রায় ১ঘন্টা চেষ্টা চারিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
Posted ১২:১৮ অপরাহ্ণ | শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad