মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চলে ফাঁদ পেতে বন্যপ্রাণী শিকার হয় মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ প্রেক্ষিতে বনকে শিকারীদের ফাঁদমুক্ত করতে অভিযান শুরু করেছে বন বিভাগ। মঙ্গলবার (৫ জানুয়ারি) সারাদিন বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে সাতছড়ি জাতীয় উদ্যানে ৪০ জনের একটি দল অভিযান চালায়। অভিযানে বনবিভাগের লোকজনের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীও অংশ নেন।
এ ব্যাপারে সাতছড়ি উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘বন্যপ্রাণী শিকার করতে শিকারীদের পাতানো ফাঁদ অপসারণ করতে আজকে অভিযান চালানো হয়েছে। এ অভিযানে ৬২টি ফাঁদ উদ্ধার করা হয়েছে।’
বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, একটি ফাঁদও যেন বনে না থাকে তার ব্যবস্থা করা হবে। আগামী ১ ফেব্রুয়ারি আবারও সাতছড়িতে অভিযান চালানো হবে। পর্যায়ক্রমে রেমা-কালেঙ্গা ও লাউয়াছড়া জাতীয় উদ্যানেও অভিযান চালানো হবে।
Posted ২:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad