এনামুল হক মিলাদ, আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে আজমিরীগঞ্জের তাপস মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন ৷
স্হানীয় সুত্রে জানাযায় চলতি ধান কাটার মৌসুমে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের ইছবপুর গ্রামের মফিজ উল্লাহর পুত্র তাপস মিয়া (৩৫) পাশ্ববর্তী জেলা সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমংগল ইউনিয়নে ধান কাটার মজুর হিসেবে কাজ করতে যায় ৷
শনিবার(১৮এপ্রিল) তাপস মিয়া সরমংগল হাওড়ে ধান কাটতে যায় ৷ ধান কাটার এক পর্যায়ে আকাশে বজ্রপাত শুরু হলে, ঐ বজ্রপাতে তাপস মিয়ার শরীরে পরার পর তাপস মিয়া সেখানে মুখ থুবড়ে পড়ে যায় ৷ পরে অন্যান্য শ্রমিকরা তাপস মিয়াকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাপস মিয়াকে মৃত ঘোষণা করেন৷
এ দিকে তাপস মিয়ার মৃত্যু সংবাদ তার এলাকায় পৌছালে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে ৷