হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার নালমুখ খোয়াই নদীর সাঁকোটি ভেসে যাওয়ায় দুটি ইউনিয়ন মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, গত কয়েক দিনের বৃষ্টিপাতের ফলে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি পানিতে শুক্রবার খোয়াই নদীর সাঁকোটি একাংশ ভাসিয়ে নিয়ে যায়।এ দিন থেকে খোয়াই নদীর দু পাড়ের দুটি ইউনিয়নের ধনশ্রী, নালমুখ, গোয়াসপুর, কাচুয়াসহ ১০/১২ টি গ্রামের জনসাধারনের নদী পাড়াপাড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় ব্যাবসায়ী শ্যামল তালুকদার জানান, চুনারুঘাট উপজেলার নালমুখ বাজার থেকে নদীর পশ্চিমাঞ্চলে যাওয়ার মাধ্যম ছিল এটি। নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় গত শুক্রবার প্রবল স্রোতে বাঁশের সাঁকোটি ভেঙে যায়। প্রতিদিন অসংখ্য মানুষ এই সাঁকো দিয়ে পূর্বাঞ্চল-পশ্চিমাঞ্চলে আসা যাওয়া করতো । কিন্তু এই মূহুর্তে নৌকাই হবে যোগাযোগের শেষ ভরসা।
এ ব্যাপারে মিরাশী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন বলেন,সাকোটি স্থানীয় জনতা যোগাযোগ সহজ হওয়ার জন্য দিয়েছিল। কিন্তুু কয়েকদিনের বৃষ্টির পানিতে তলিয়ে যায়। তবে উপজেলা পরিষদের বরাদ্দকৃত নদী পাড়াপাড়ের জন্য নৌকা রয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর জানান, এলাকাবাসীর স্থায়ী সমাধানের জন্য তিনি স্থানীয় সংসদ সদস্য বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীর কাছে ব্রীজ নির্মানের জন্য আবেদন জানিয়েছেন, তিনি আশা প্রকাশ করে বলে শীগ্রই এলাকার মানুষ সুখবর পাবে।