প্রত্যেককে ০১ বছর করে কারাদণ্ড প্রদান করা হয় এবং (৪) মোঃ খালিক উজ্জামান (৫৫), পিতা আমিন মিয়া, সাং- সুজাতপুর, লাখাই, হবিগঞ্জকে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে উক্ত স্থান হতে প্রায় ৪৭ টি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০০ মিটার পাইপ বিনষ্ট করা হয়।তাছাড়া ৫০ হাজার ঘনফুট বালু ও ৫ টি ট্রাক্টর জব্দ করে স্তানীয় চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদের জিম্মায় দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাশ ও সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট,মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল র্যাব ৯ এএসপি আফসান-আল-আলম ও উপ সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম, চুনারুঘাট থানা পুলিশের একটি দল।
এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ।দারাগাঁও এলাকাবাসী চুনারুঘাট উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।