মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগেঞ্জর চুনারুঘাট উপজেলার বিভিন্ন গ্রাম মহল্লার ৮শ অসহায়, পরিবারে মঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আইমনা-আসকরট্রাস্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে গাজীউর রহমান গাজী। বুধবার (২২ এপ্রিল) বিকেলে লন্ডন প্রবাসীগাজীউর রহমান গাজীর পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উপজেলার উত্তর নরপতি, দক্ষিণ নরপতি, মধ্য নরপতি, জাতিউতা, ঘরগাও, উত্তর গোগাউড়া, খামারপাড়া, লেনজাপাড়া, মুরারবন্দ, মুখিপুর, হাসিমপুর, ফুলবাড়িগ্রাম সমূহে এসব খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।
খাদ্য সামগ্রীর প্যাকেটে – ৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ,২ কেজি ছোলা, ১ লিটার তৈলও, ১ কেজি লবন।খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, আজগর আলীমেম্বার, এডভোকেট মিজানুর রহমান, অলাউর রহমানপাভেল, খালেদ, জার্নেল, গালিব, নবেল, অনু মিয়া, অপুভট্টাচার্জ ও চুনারুঘাট থানার এসআই জাহাঙ্গির প্রমুখ।
Posted ১০:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad