মো: হাসান আলী, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের দরিদ্র কৃষক ফারুক মোল্লা তার ৭২ শতাংশ জমিতে পেঁপে চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার মো: জালাল উদ্দিন সরকারের পরামর্শে ও সহযোগিতায় রংপুর থেকে আনয়নকৃত হাইব্রিড জাতের পেঁপের চারা বিগত বছরের এপ্রিল মাসে তার জমিতে রোপন করেন।
ফারুক মোল্লা জানান, এ পর্যন্ত দেড় লক্ষাধিক টাকার পেঁপে বিক্রি করেছেন। বর্তমানে আরো যে পেঁপে ফল রয়েছে তা লক্ষাধিক টাকায় বিক্রি করা সম্ভব। কৃষি অফিসার মো: জালাল উদ্দিন সরকারের সার্বিক নজরদারি ও কৃষক ফারুক মোল্লার অক্লান্ত পরিশ্রমের কারণে এ সাফল্য এসেছে।
ফারুক মোলা তার জমিতে ৩ শতাধিক পেঁপে চারা রোপন করেছিলেন। বর্তমানে তার জমিতে প্রায় আড়াই শতাধিক পেঁপে গাছ রয়েছে। ফারুক মোলার এ সাফল্য দেখে এলাকার অনেক কৃষক এখন পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠছেন।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার মো: জালাল উদ্দিন সরকার জানান, কৃষক যে কোন ফসলের বিষয়ে বা যে কোন সমস্যায় সহযোগিতা চাইলে আমরা সার্বিক পরামর্শ ও সহায়তা দিতে প্রস্তুত।
Posted ৮:৩২ অপরাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad