মো: হাসান আলী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের নালুয়া চা বাগানের দুমদুমিয়া বিলের কাছ থেকে বিষু মুন্ডা (৫০) নামে এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
মঙ্গলবার সকালের দিকে নালুয়া চা বাগানের দুমদুমিয়া বিলের কাছে চা শ্রমিক বিষু মুন্ডার লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
খবর পেয়ে মাধবপুর সার্কেল এএসপি নাজিম উদ্দিন, চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক, এস.আই মো: হেলাল উদ্দিন সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষু মুন্ডার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে থানায় নিয়ে আসে। পরে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Posted ১২:৫৮ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad