কাজী মাহমুদুল হক সুজন : হবিগঞ্জের চুনারুঘাটের নতুনব্রিজ এলাকায় অভিযান চালিয়ে চুনারুঘাট থানা পুলিশ পাঁচ কেজি গাঁজাসহ ওয়াসিম সরকার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই মুসলিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ নতুনব্রিজ চেকপোস্ট বসিয়ে টমটমে তল্লাশিচালিয়ে ৫ কেজি গাজাসহ তাকে আটক করেন। আটক ওয়াসিম সরকার(১৯) উপজেলার শানখলা ইউনিয়নের হারুনপুর গ্রামের রবিন্দ্র সরকারের ছেলে। সোমবার দুপুরে তাকে কোর্টে প্রেরন করা হয়েছে।
এসময় মাদক পাচারে ব্যবহৃত টমটমটি জব্দ করা হয়। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফ সত্যতা নিশ্চিত করে বলেন উদ্ধার হওয়া গাঁজার দাম প্রায় পঞ্চাশ হাজার টাকা হবে । এ ব্যাপারে মাদক আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চুনারুঘাট থানার অভিযান অব্যাহত থাকবে বলে ওসি জানান।