কাজী মাহমুদুল হক সুজন: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় চুনারুঘাটে অসচ্ছল ৪ টি পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা দেয়া হয়।
চুনারুঘাটের আমকান্দি ৮ নং ওয়ার্ড ক্যান্সার রোগী জবা আক্তার ও সাটিয়াজুরী ইউনিয়নের মৃত দুলাল পালের পরিবারকে ত্রাণের টিন প্রদান করা হয়েছে। দুর্যোগ ত্রান ও পুনঃবাসন কেন্দ্রের জেলা অফিস থেকে টিনগুলো তাদের হাতে তোলে দেন জেলা দুর্যোগ ত্রান ও পুনঃবাসন কর্মকর্তা নজরুল ইসলাম ও সাংবাদিক কাজী সুজন।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বলেন মুজিব বর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন চুনারুঘাটের টার্গেট- একশত পরিবারকে বসতঘর পুননির্মাণ করার জন্য ত্রাণের টিন প্রদানের একটি অংশ।পর্যায়ক্রমে অসচ্ছল সবাইকে দেয়া হবে।