কাজী মাহমুদুল হক সুজন : হবিগঞ্জের চুনারুঘাট বাল্লা সীমান্তে চোরাই সেগুন কাঠ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার বিকালে বাল্লা সীমান্ত এলাকায় গোপন সংবাদে ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে পাচারের সময় ৯ ঘনফুট সেগুন কাঠ আটক করে। এ সময় পাচারকারীরা পালিয়ে যান। বাল্লা বিজিবি’র নায়েক সুবেদার মো. আয়ূবআলী সত্যতা নিশ্চিত করেছেন।