চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের শ্রীবাড়ী চা বাগান (ভেরীয়ালী বস্তী)তে এক শ্রমিকের খড়ের পেইন আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।এ ব্যাপারে ওই এলাকার মন্টু বাড়াইকের ছেলে রাধানাথ বাড়াইক শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ পেয়ে এসআই হেলালের নেতৃত্বে একদল পুলিশ ও স্তানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ ঘটনার স্থান পরিদর্শন করেছেন। অভিযোগে জানা যায় শুক্রবার অসহায় এক চা শ্রমিকের কড় ( বনের পেইন) ও একটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে শুক্রবার রাতে দারাগাঁও চা বাগানের টিলাবাবু আতাউর রহমান শামীমসহ ৩ জনকে আসামী করে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
শনিবার দুপুরে চুনারুঘাট থানা পুলিশ,সাংবাদিক ও সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান ঘটনার স্তান পরিদর্শন করেছেন।