বুধবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ঘুরে আসুন রেমা কালেঙ্গা

আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা   বুধবার, ০১ জুন ২০২২     128 ভিউ
ঘুরে আসুন রেমা কালেঙ্গা

প্রাকৃতিক সৌর্ন্দযের অন্যতম ও বন্যপ্রাণীদের অভয়ারন্য রেমা-কালেঙ্গা । এটি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত। ১হাজার ৭শত ৯৫হেক্টর এলাকা জুড়ে রেমা কালেঙ্গা । ১৯৯৬ সালে রেমা কালেঙ্গাকে বন্যপ্রাণীদের অভয়ারণ্য ঘোষনা করা হয় । এটি বেশ কয়েকটি পাহাড় টিলা নিয়ে গঠিত। বন বিভাগের কালেঙ্গা রেঞ্জের চারটি বিটের ( কালেঙ্গা, রেমা, ছনবাড়ী আর রশিদপুর) মধ্যে রেমা, কালেঙ্গা আর ছনবাড়ী বিস্তীর্ণ জঙ্গল নিয়ে রেমা কালেঙ্গা বন্যপ্রানী অভয়ারণ্য গঠিত। রেমা কালেঙ্গার পাহাড়গুলোর সর্বোচ্চ উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬৭ মিটার। এটি বাংলাদেশের প্রাকৃতিক বনগুলোর অন্যতম ।

রেমা কালেঙ্গা বন্যপ্রানীদের অভয়ারণ্য বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রানীতে সমৃদ্ধ । এখানে রয়েছে ৬৩৮ প্রজাতির গাছ, ১৬৭ প্রজাতির পাখী ,৭ প্রজাতির উভচর ,১৮ প্রজাতির সরীসৃপ ,৩৭ প্রজাতির স্তন্যপায়ী। পাখীর মধ্যে উল্লেখ্যযোগ্য হল, টিয়া,পাতি ময়না , ভীমরাজ, লালমাখা কুচকুচি, সিপাহী বুলবুল, রাজধনেশ, ঈগল, মাছরাঙ্গা, চিল, প্যাচা ,লাল বনমোরগ,  শকুন, কালো মাথুয়া। তিন প্রজাতির বানরের মধ্যে রয়েছে , নিশাচর লজ্জাবতি বানর, লাল বানর, উল্টোলেজি বানর । পাঁচ প্রজাতির কাঠবিড়ালীর মধ্যে মায়লান বড় কাঠবিড়ালি একমাত্র এ বনেই পাওয়া যায় । আঠারো প্রজাতির সাপের মধ্যে উল্লেখ্যযোগ্য হলো দুধরাজ ,দাঁড়াশ, লাউডগা, শঙ্খচুড় ।

এ ছাড়া রেমা কালেঙ্গাকে শকুনের জন্য নিরাপদ এলাকা ঘোষনা করা হয়েছে। রেমা কালেঙ্গাতে অভয়ারণ্যে ঘুরতে ৩০ মিনিট, ১ঘন্টা, ৩ঘন্টার ৩টি ট্রেইল রয়েছে। আধা ঘন্টা, ১ ঘন্টা ও ৩ ঘন্টার ট্রেইলে আপনি রেমা কালেঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য ও বন্য প্রানী দেখতে পাবেন। অভয়ারণ্যের ভিতর আছে সুউচ্চ পর্যবেক্ষন টাওয়ার। টাওয়ারে উঠে আপনি বনের সৌন্দর্য, দুর দুরান্তের দৃশ্যাবলী অবলোকন করতে পারবেন। টাওয়ারের পাশেই রয়েছে একটি দৃষ্টিনন্দন আঁকাবাঁকা লেক।

বাংলাদেশের আদিবাসীদের জীবনধারা আপনি দেখতে পারবেন এ বনের ভিতর। রেমা কালেঙ্গা বনের ভিতরে রয়েছে ৪টি আদিবাসী সম্প্রদায়ের বসবাস। ত্রিপুরা সম্প্রদায়ের কয়েকটি পাড়া রয়েছে এ বনের ভিতর। এছাড়া এ বনে রয়েছে তেলুগু, উড়ং ও সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের বসবাস। রেমা কালেঙ্গা বনের ভিতরে বিজিবি ক্যাম্প ফেলে কিছুদুর সামনে এগুলেই পাওয়া যাবে মহান মুক্তিযুদ্ধে শহীদ নায়ক আব্দুল মান্নান বীর উত্তমের কবর। ৩ নম্বর সেক্টরের এই যোদ্ধা ১৯৭১ সালের ২৪ সেপ্টেম্বর পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখযোদ্ধে এখানেই শহীদ হন। তার কবরের পাশের বিশাল সেগুন গাছের শরীরে এখনো দেখা মেলে পাকহানাদারদের সেদিনের গুলির চিহ্ন।

রেমা কালেঙ্গাতে আপনি ইচ্ছা করলে রাত্রি যাপন করতে পারেন। সেখানে রয়েছে বন বিভাগের ডাক বাংলো, এছাড়া রয়েছে ৩টি বেসরকারী রিসোর্ট , নিসর্গ তরফহিল ইকো রিসোর্ট, সি এম সি রিসোর্ট, রেমা কালেঙ্গা ইকো কটেজ। রেমা কালেঙ্গা ইকো কটেজের পাশে  বিজিবি ক্যাম্পের থাকায় এখানে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এই রির্সোট গুলোতে আপনি রাতে অবস্থান করে ঝিঁঝি পোকার ও পাহাড়ী পশুপাখীর ডাক শুনতে পাবেন, আর চাঁদনি রাত হলে বনের মনোরম দৃশ্য অবলোকন করতে পারবেন। এখানে থাকার জন্য ৭০০ থেকে ১২০০ টাকা ভাড়া রয়েছে। ১২০০ টাকায় দুই থেকে তিন জন একত্রে থাকতে পারবেন। খাবারের জন্য আপনি কর্তৃপক্ষের সাথে আলাপ করে আপনার চাহিদা মত খাবার খেতে পারবেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪৩ অপরাহ্ণ | বুধবার, ০১ জুন ২০২২

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com