কে,এ,রাহাত, গোয়াইনঘাট প্রতিনিধি:- সিলেটের গোয়াইনঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময় শেষে লেঙ্গুড়া ইউনিয়নকে ০-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফতেহপুর ইউনিয়ন।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৯টি ইউনিয়নের অনুর্ধ্ব-১৭ খেলোয়াররা টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। গতকাল শিরোপা নির্ধারণী ম্যাচে ফতেহপুর ইউনিয়ন বনাম লেঙ্গুরা ইউনিয়ন ফুটবল দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল। উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্টের সদস্য সচিব কামরুল হাসান এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুুুল কালাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ,
গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ও আলহাজ্ব মো. ফজলুল হক, গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা ইসমাইল আলী মাষ্টার, সুভাস চন্দ্র পাল ছানা, লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমেদ, যুগ্ম-আহ্বায়ক সাহাব উদ্দিন, যুবলীগ নেতা নজরুল ইসলাম, মুজিবুর রহমান, গোলাম কিবরিয়া রাসেল, সুভাষ দাস প্রমুখ।