বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আজ শুক্রবার হজে যাচ্ছেন।
বিশ্বকাপের পর থেকেই ছুটিতে রয়েছেন সাকিব। নিজের ক্রিকেটে ফেরা প্রসঙ্গে জাতীয় দলের এ অলরাউন্ডার জনান, হজ শেষে দেশে ফেরার পর আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ একটা সিরিজ আছে। আশা করছি ফিট থাকলে সেই সিরিজে খেলব।
গত বছর সৌদি সরকারের আমন্ত্রণে স্ত্রী-কন্যাকে নিয়ে হজ করতে গিয়েছিলেন সাকিব। এ বছর গর্ভধারিণী মা শিরীন আক্তারকে সঙ্গে নিয়ে যাচ্ছেন বিশ্বসেরা এ ক্রিকেটার।
সাকিব গেল বছর হজে যান সৌদি রাজপরিবারের বিশেষ অতিথি হয়ে ‘ভিআইপি’ হিসেবে। ফলে আর ১০ জনের মতো দীর্ঘ সময়ের প্যাকেজ নয়, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভিআইপির মতো হাতেগোনা ৭-৮ দিন হজ পালন করেন তিনি।
তবে এ বছর নিজের মতো করে হজ করবেন সাকিব। সঙ্গে নিয়ে যাবেন মমতাময়ী মাকে।
Posted ১০:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad