সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ “অন্তর্জাল চলচ্চিত্র উৎসব ২.২” এর আয়োজন করে। আগামী ১লা জুলাই বৃহস্পতিবার উৎসবটির উদ্বোধন ও প্রদর্শনী শুরু হবে। উক্ত উৎসবে অফিসিয়ালি ১৩ টি চলচ্চিত্রের সিলেকশন করা হয়। তার মধ্যে এসএফএস এর দু’টি চলচ্চিত্রের অফিসিয়াল সিলেকশন হয়।
কে. এ. রহমান সুজন (প্রতিষ্ঠাতা, এসএফএস) নির্মিত চলচ্চিত্র ‘নিশ্চয়তা’ ও কাজী এ. আর. শুভ (সহ-প্রতিষ্ঠাতা, এসএফএস) নির্মিত চলচ্চিত্র ‘মুদ্রা’ প্রদর্শিত হবে উৎসবে।
‘নিশ্চয়তা’ চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন- শুভ এবং অভিনয় করেছেন- ফয়সাল শুভ, টিপু সরকার ও কুনাল দত্ত। ‘মুদ্রা’ চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন কবি ও শিক্ষক জহিরুল মিঠু এবং অভিনয় করেছেন- মৃত্যুঞ্জয় পাল ও বিপুল ঋষি।
‘নিশ্চয়তা’-র এই প্রথম কোন ফিল্ম ফেস্টিভ্যালে সিলেকশন হলেও, ‘মুদ্রা’-র এটি দ্বিতীয় সিলেকশন। দুটিই স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র।
Posted ৯:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad