বাহুবলের ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। পরিচালনাকালে উপজেলার ডুবাঔ বাজারের কাছে অবৈধ ভাবে কৃষি জমি থেকে বালু উত্তোলন করায় ও ঢাকা-সিলেট মহাসড়কে বালুর স্থুপ রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত পুটিজুরী গ্রামের সুমন মিয়াকে ৫০ হাজার টাকা ও ১৫ দিনের জেল, ড্রেজার চালককে ৫০০ শত টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আয়েশা হকের নেতৃত্বে আদালত পরিচালিত হয়। এসময় অন্যান্য শ্রমিকরা পালিয়ে যায়। এ ব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক সত্যতা নিশ্চিত করে বলেন বালু খেকুদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
Posted ১১:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad