শাব্বির এলাহী, কমলগঞ্জ প্রতিনিধিঃ আগামী ১৬ জানুয়ারী ২০২১ ২য় ধাপে কমলগঞ্জ মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ পেলেন বর্তমান মেয়র মোঃ জুয়েল আহমেদ। শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড তাঁকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়।
তাকে দলীয় প্রার্থী ঘোষণা করায় আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ দলীয় নেতা কর্মীরা আনন্দে ফেটে পড়েন। জড়ো হতে থাকেন মেয়র জুয়েল আহমদের বাসভবনে। রাতেই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া মাহফিল শেষে রাত ৯টায় মেয়র প্রার্থী জুয়েল আহমদের নেতৃত্বে একটি মিছিল ভানুগাছ বাজার প্রদক্ষিণ শেষে চৌমুহনায় গিয়ে পথ সভা অনুষ্ঠিত হয়।
এদিকে পছন্দের নেতা দলীয় মনোনয়ন পাওয়ায় শতাধিক স্থানে মিষ্টি বিতরণও করেন নেতাকর্মীরা।অপর দিকে দলীয় নমিনেশন বঞ্চিত অপর দুইজন স্বতন্ত্র প্রাথী হিসাবে মেয়র পদে নিবার্চন করবেন বলে জানা গেছে।দলীয় মনোনয়নপ্রাপ্ত বর্তমান মেয়র জুয়েল আহমদ বলেন, ‘সারাজীবন মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করেছি। মানুষের ভালোবাসাই আমার সম্বল। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞ। আগামী নির্বাচনে এ আসনের জনগণ বিপুল ভোটের ব্যবধানে নৌকাকে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী।’
Posted ৭:৪৩ অপরাহ্ণ | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad