শাব্বির এলাহী, কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে হযরত জালাল শাহ (রঃ) হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন হয়েছে। রবিবার রাত সোয়া সাতটায় উপজেলার আদমপুর ইউনিয়নের জালালপুরে এ মাদ্রাসার উদ্বোধন করেন বরেণ্য ইসলামী গবেষক ও চিন্তাবিদ আল্লামা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী। ২০১৯ সালের ২১ জানুয়ারী হযরত জালাল শাহ( রঃ) হাফিজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপমহাদেশের খ্যাতনামা ইসলামী গবেষক ও চিন্তাবিদ আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী।
মাদ্রাসা কমিটির আহবায়ক মামুন মিয়া ও সদস্য সচিব আবুল কাশেম গফফার জানান, অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘদিনে দাবী হযরত জালাল শাহ রঃ জালাল শাহ রঃ হাফিজিয়া মাদ্রাসা নির্মাণে সকলের আন্তরিক সহযোগিতা পেয়েছেন। এ বছর ৪০জন শিক্ষার্থীকে নিয়ে নজরানা, নুরানী ও হাফিজিয়া ক্লাসের মাধ্যম মাদ্রাসার প্রাথমিক পর্যায়ের পাঠদান কার্যক্রম শুরু করবেন। প্রথম বছর ভর্তি ফি লাগবে না বলে জানিয়েছেন তারা।
Posted ১০:৫৯ অপরাহ্ণ | রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad