শাব্বির এলাহী, কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে । সোমবার সকাল উপজেলার আদমপুর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিনটি গোডাউন সহ বড় বড় দশটি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে যায় ।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা জানান, বাজারের রেজাউল মার্কেটের সবকটি দোকান পুড়ে যাওয়ায় প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে ।
আদমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ অগ্নিকাণ্ডের শিকার ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে এখন নি:স্ব হয়ে গেছে । কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা সংগ্রহ করে তাদেরকে সহায়তা প্রদান করার ব্যবস্থা করা হবে ।