কমলগঞ্জ প্রতিনিধি: নিখোঁজের ২০ ঘন্টা পর শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদী থেকে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরিরা দল উদ্ধার করে স্কুল ছাত্রের লাশ।
গত শুক্রবার বেলা ২টায় দলই চা বাগান সংলগ্ন ধলাই নদীর পানিতে ডুবে গিয়েছিল চা শ্রমিক সন্তান ইসলামপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের ২০২০ সনের এসএসসি পরীক্ষার্থী লক্ষী নারায়ণ রাজভর (১৬)। স্থানীয়রা জানান, লক্ষ্মী নারায়ণ ও তার ভাই উজ্জ্বল মাদ্রাজী গত শুক্রবার দুপুরে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ এলাকায় ঘাস কাটছিল। এসময় লক্ষ্মী নারায়ণের হাত থেকে দা নদীর পানিতে পড়ে যায়। তখন দা খুৃঁজতে পানিতে নেমে তলিয়ে যায় সে। পরে উজ্জ্বল মাদ্রাজী অনেক চেষ্টা করেও ভাইকে রক্ষা করতে পারেনি।
ঘটনার পর লক্ষ্মী নারায়ণকে উদ্ধার করতে দুপুর আড়াইটার দিকে কমলগঞ্জ উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত চেষ্টা করেও লাশ উদ্ধার করতে পারেনি।পরে সিলেট থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে শনিবার সকালে উদ্ধার তৎপরতা শুরু করে ২৫ মিনিটের মধ্যে লক্ষী নারায়ণের লাশ উদ্ধার করেন।
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুস্প কুমার কানু শুক্রবার বেলা ২টায় ধলাই নদের পানিতে ছাত্র ডুবে যাওয়া ও ২০ ঘন্টা পর শনিবার সকালে ডুবুরিদের মাধ্যমে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
Posted ১:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad