রবিবার ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায় শিরোপা জিতল পূর্বইসলামপুর ইউনিয়ন

শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯     192 ভিউ
কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায় শিরোপা জিতল পূর্বইসলামপুর ইউনিয়ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  কোম্পানীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায় শিরোপা জিতল ইসলামপুর পুর্ব ইউনিয়ন বালক অনূর্ধ্ব ১৭ ফুটবল ।
শুক্রবার বিকালে উপজেলার পাড়ুয়া আনোয়ারা স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত শ্বাসরুদ্ধকর ফাইনালে ইসলামপুর পশ্চিম ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ইসলামপুর পুর্ব ইউনিয়ন দলটি। খেলার দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটের মাথায় জাহেদুল ইসলাম শাওনের একমাত্র গোলে এগিয়ে যায় ইসলামপুর পুর্ব ইউনিয়ন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন ইসলামপুর পুর্ব ইউনিয়ন দলের জাহেদুল ইসলাম শাওন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মোহাম্মদ নাছির উল্লা খান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপজেলা পর্যায়ে টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে তৃনমূল থেকে সেরা খেলোয়াড় বেরিয়ে আসবে। বালকরা খেলাধুলার প্রতি আরো মনযোগী হবে। যা আমাদের জাতীয় পর্যায়ে ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জীর সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও সাংবাদিক আকবর রেদওয়ান মনার সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ। জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড.মাহফুজুর রহমান,জেলা সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম. ভাইস চেয়ারম্যান লাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম, কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. আব্দুন নুর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, ইসলামপুর পুর্ব ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া, দক্ষিণ রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান রোকন, সাবেক চেয়ারম্যান এখলাছুর রহমান,পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালিক, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মঈন উদ্দীন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলাউদ্দীন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বিলাল আহমদ,এম. হাবিবুল্লাহ জাবেদ, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ মদরিছ আলী, উত্তর রণিখাই ্ইউনিয়ন যুবলীগের সভাপতি কুদ্দুছ মিয়া, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক সদস্য সৈলন চন্দ্র নাথ, এম সুহেল আহমদ, জুয়েল আহমদ, যুবলীগ নেতা শাহ আলম, মেম্বার মুজিবুর রহমান, নিজাম উদ্দীন, শরিফুল ইসলাম ডালিম, অফিক আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, পাঠাগার বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম নোমান, পাড়ুয়া ছাত্র কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমদ, সহসভাপতি লিটন আহমদ প্রমুখ।

উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে ৬ টি দল নিয়ে গঠিত বালক অনূর্ধ্ব-১৭ এর মাঠের লড়াইয়ে শেষ হাসি হাসলো ২নং ইসলামপুর পুর্ব ইউনিয়ন। আগামী ১৭ সেপ্টেম্বর বিকাল ২ ঘটিকায় সিলেট জেলা ষ্টেডিয়ামে ওসমানীনগর উপজেলার মুখামুখি হবে কোম্পানীগঞ্জ উপজেলা।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com