সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে: জীবন বদলাতে শিক্ষার কোন বিকল্প নাই।
প্রত্যেককেই লক্ষ স্হির করে সেই লক্ষে পৌছাইতে চেষ্টা চালিয়ে যেতে হবে।সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলে নিজেকে প্রতিদন্ডী করে নিজের সাথে নিজের প্রতিযোগিতা করে লক্ষে পৌছাইতে হবে।
লাখাই উপজেলার একমাত্র বালিকা বিদ্যাপীঠ বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা বৃত্তির চেক প্রদান অনু্ষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন অতিরিক্ত সচিব ও আই এফ সি ব্যাংকের পরিচালক জালাল আহমেদ।
গতকাল শুক্রবার লাখাই উপজেলার বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শরিফ উদ্দিনের পরিচালনায় শিক্ষা বৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ইয়াছিন আরাফাত রানা, আই এফ সি ব্যাংকের ঢাকাস্থ ফেডারেশনের ব্যবস্থাপক হেলাল আহম্মদ।
অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন শিক্ষার্থী ফাতেমা আক্তার ও গীতা পাঠ করেন স্বর্না গোপ।
স্বাগত বক্তব্য রাখেন বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কামাল, লাখাই রিপোটার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব বাহার উদ্দিন, অত্র বিদ্যালয়ের ব্যাবস্হাপনা কমিটির সদস্য জাকির হোসেন মেম্বার।
Posted ১০:২২ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad