শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শান্তিগঞ্জের ৮ ইউপিতে ৪৪ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমা

কাজী আমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ    মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১     340 ভিউ
শান্তিগঞ্জের ৮ ইউপিতে ৪৪ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমা

জেলার শান্তিগঞ্জ উপজেলার ৮ ইউপিতে ৪৪ জন চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৫ জন ও সাধারণ সদস্য পদে ৩৫১ জন প্রার্থী মনোননয়নপত্র দাখিল করেন। এসব ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী, বিএনপি-জামিয়তসহ একাধিক স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসন্ন তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৮ নভেম্বর দেশের ১ হাজার ৭টি ইউনিয়নের সাথে শান্তিগঞ্জ উপজেলা ৮টি ইউনিয়নেও অনুষ্ঠিত হবে দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। মঙ্গলবার (২ নভেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) তারিখ পর্যন্ত চলবে প্রার্থীদের মনোনয়ন বাছাইয়ের কাজ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) পর্যন্ত থাকবে প্রার্থী প্রত্যাহার ও (১২ নভেম্বর) শুক্রবার প্রতীক বরাদ্দের দিন ধার্য করে কমিশন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনেও শান্তিগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদ্য ও সাধারণ সদস্য পদে মনোনয়ন দাখিল করেছেন। শিমুলবাক ইউনিয়নে আওয়ামী লীগ (নৌকা) সমর্থীত প্রার্থী মিজানুর রহমান জিতু, স্বতন্ত্র প্রার্থী শাহীনুর রহমান, আব্দুল্লাহ মিয়া, সাগর রানা চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম(খেজুরগাছ) সমর্থীত প্রার্থী কবির আহমদ। জয়কলস ইউনিয়নে আওয়ামী লীগ (নৌকা)সমর্থীত প্রার্থী মো. মাসুদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী আব্দুল বাছিত সুজন, হাছান মামুদ তারেক, রাজা মিয়া, ফরিদুর রহমান, জহির উদ্দিন, হাজী আব্দুল লতিফ কালা শাহ, জমিয়তে উলামায়ে ইসলাম(খেজুরগাছ) সমর্থীত প্রার্থী ওয়ারিছ উদ্দিন। পাগলা ইউনিয়নে আওয়ামী লীগ (নৌকা) সমর্থিত প্রার্থী জগলুল হায়দার, স্বতন্ত্র নুরুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম(খেজুরগাছ)সজিব আহমদ। পূর্ব পাগলা ইউনিয়নে আওয়ামী লীগ (নৌকা) সমর্থিত প্রার্থী রাশিকুল ইসলাম, স্বতন্ত্র মাসুক মিয়া, আক্কাস খান অপু, আলাল মিয়া, বর্তমান চেয়ারম্যান আক্তার হোসেন, কামাল হোসেন, জয়নাল আবেদীন। দরগাপাশায় ইউনিয়নে আওয়ামী লীগ (নৌকা) সমর্থীত প্রার্থী মনির উদ্দিন,স্বতন্ত্র প্রার্থী নেছার আলম, সুফি মিয়া, মাছুদুল হাসান। পূর্ব বীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ (নৌকা) সমর্থীত প্রার্থী রিয়াজুল ইসলাম, স্বতন্ত্র মোঃ মসফিকুর রহমান, রুবেল মিয়া, ছালেক উদ্দিন, জমির হোসেন। পশ্চিম বীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ (নৌকা) সমর্থিত প্রার্থী এডভোকেট দেবাংশু শেখর দাশ, স্বতন্ত্র লুৎফুর রহমান জায়গীরদার খোকন, সফিকুল ইসলাম, মফিজুর রহমান, নুর মিয়া, শামছুল আলম ভূইয়া। পাথারিয়া ইউনিয়নে আওয়ামী লীগ (নৌকা) সমর্থিত প্রার্থী শামছুল ইসলাম রাজা, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, শহীদুল ইসলাম, বদরুজ্জামান, হারুনুর রশীদ তালুকদার মনোনয়ন দাখিল করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com