শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

রাজনগরে দুই পক্ষে সংঘর্ষ, আহত অন্তত ২৫, পুলিশের ফাঁকা গুলি

মো. ফরহাদ হোসেন, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :   শনিবার, ০১ মে ২০২১     122 ভিউ
রাজনগরে দুই পক্ষে সংঘর্ষ, আহত অন্তত ২৫, পুলিশের ফাঁকা গুলি

মৌলভীবাজারের রাজনগরের মুন্সিবাজারে আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান ছালেক মিয়া ও চেয়ারম্যান পদপ্রার্থী রাহেল হোসেনের লোকজনের মধ্যে দুই ঘন্টা ব্যাপি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ থামাতে পুলিশ ১১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এতে উভয়পক্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ইউপি চেয়ারম্যান ছালেক মিয়ার ভাই জুনেদ মিয়াকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মুন্সিবাজারে চাপা উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার রাত ১০টায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ছালেক মিয়ার কাছে নোয়াটিলা গ্রামের বশর মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসছিল। শুক্রবার দিনে চেয়ারম্যান ছালেক মিয়া বশর মিয়াকে মুন্সিবাজারে পেয়ে তার বিরুদ্ধে বিভিন্ন জনের অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ করেন। এসময় উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। বশর মিয়া বিষয়টি তার গ্রামের চেয়ারম্যান পদপ্রার্থী রাহেল হোসেনকে জানান। এনিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ইফতারের পরে উভয় পক্ষের লোকজন জড়ো হওয়ায় সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে রাত পৌনে ১০টার দিকে নোয়াটিলা গ্রামের লোকজন বাজারে অবস্থান নেয়।

 

এসময় তারা বর্তমান চেয়ারম্যান ছালেক মিয়ার ভাই জুনেদ মিয়াকে (৪২) পেয়ে দেশিয় অস্ত্র দিয়ে মারধর করে এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে চেয়ারম্যানের লোকজনও বাজারে অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষই দেশিয় ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। খবর পেয়ে রাজনগর থানার ওসি আবুল হাসিমের নেতৃত্বে একদল পুলিশ আবারো ঘটনাস্থলে যান। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১১ রাউন্ড ফাকা গুলি ছুড়ে পুলিশ।

 

এঘটনায় উভয়পক্ষে – জুনেদ মিয়া (৪২), জুয়েল (২৩), সুমন দাস (২৯), আফজল মিয়া (২০), ফারুক মিয়া (৪৮), আলীম মিয়া (২৯) রাহেল হোসেন (চেয়ারম্যান প্রার্থী) (৩৭), মিটন মিয়া (৩০), শাহীন মিয়া (২৫), রুবেল আহমদসহ (২৫) অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত জুনেদ আহমদকে প্রথমে সিলেট ও পরে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয়পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। খবর পেয়ে মৌলভীবাজারের অতিরিক্তি পুলিশ সুপার আবু নাসের রিকাবদার , অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, বশর মিয়া নামে এক ব্যক্তিকে নিয়ে কথা কাটাকাটি নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িছে। একটি পক্ষ আগ্নেয়াস্ত্রের ব্যবহার করে অবস্থান নিয়েছে বলে শুনেছি। তবে ভিডিও ফুটেজে বিষয়টি পরিষ্কার হয়নি। পুলিশ ৫ জনকে আটক করেছে। উভয়পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৯ অপরাহ্ণ | শনিবার, ০১ মে ২০২১

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com