শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

মাটিয়ান হাওরের পানি নামার রাস্থা খাল গাঙের মূখে বাঁধ দেয়ায় তিনশত একর  বোর জমি পানির নীচে তলিয়ে যাবার আশংক

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০     283 ভিউ
মাটিয়ান হাওরের পানি নামার রাস্থা খাল গাঙের মূখে বাঁধ দেয়ায় তিনশত একর  বোর জমি পানির নীচে তলিয়ে যাবার আশংক

আলম সাব্বির ,তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা: মাটিয়ান হাওরের সুইসগেটের ভিতরে পানি নিস্কাশনের নালা খাল গাঙের মূখ মাটির বাঁধ দিয়েছে মাটিয়ান হাওর জলমহালের ইজারাদার। হাওরের পানি নামার রাস্তায় বাঁধ দেয়ার কারণে মাটিয়ান হাওরপাড়ের উমেদপুর গ্রামের প্রায় তিনশত একর রোপিত বোর জমি জমাট বাঁধা পানির নীচে তলিয়ে যাবার আশংকা দেখা দিয়েছে।।

এ ঘটনায় উমেদপুর গ্রামের আলীনূর, শাহজামাল, রুস্তম আলী, মাফিক, মতি রহমান সহ ২৫ জন কৃষকের স্বাক্ষরিত স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল সুপারিশকৃত একটি লিখিত অভিযোগ গতকাল রবিবার তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করা হয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে গতকাল রবিবার তাহিরপুর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার হজরত আলীকে মাটিয়ান হাওরের খাল গাঙের বাঁধে ডেকে পাঠিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।

মাটিয়ান হাওরপাড়ের উমেদপুর গ্রামের কৃষক নিজাম, সফিকুল ও আব্দুল হেকিম বলেন, আমরা হাওরপাড়ের কৃষকরা জীবনেও দেখিনি ইজারাদার খাল গাঙের মূখে বাঁধ দিতে। লোক মূখে বাঁধ দেয়ার সংবাদ পেয়ে আমরা খাল গাঙের মূখে উপস্থিত হয়ে ইজারাদার দীপক বাবুকে বাঁধা দিলে তিনি আমাদেরকে গালমন্দ করেন এবং লুটপাটের মামলা দিয়ে জেলের ভাত খাওয়াবেন বলে হুমকি দেন।

এক পর্যায়ে জোড় পূর্বক খাল গাঙের মূখে বাঁধ তৈরী করেন। তারা আরো জানান, বাঁধ দেয়ার ফলে তাদের জমির পানি নিস্কাশন হতে না পারায় বর্তমানে পানি ফুলে ফেপে তাদের কষ্টার্জিত রোপিত বোর ফসল পাকার আগেই পানির নীচে তলিয়ে যাবে।

তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাটিয়ান হাওর পাড়ের কৃষক শাহিনুর তালুকদার বলেন, মাটিয়ান হাওরে অতীতে কখনো কোন ইজারাদার হাওরের পানি নিস্কাসনের রাস্তা বন্ধ করেনি। বর্তমান ইজারাদার দীপক বাবু যদি বন্ধ করে থাকে তাহলে তিনি জলমহালের নীতিমালা লঙ্গন করেছেন। নীতিমালা অনুযায়ী ইজারা বাতিল করার জন্য দাবী জানাচ্ছি।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন মহোদয় ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল সুপারিশকৃত উমেদপুর গ্রামের কৃষকদের লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ভূমি অফিসের সার্ভেয়ার হজরত আলীকে ঘটনাস্থলে পাঠিয়েছি। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৯ অপরাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com