শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দিরাইয়ে সাবেক ছাত্রনেতা বিপ্লব সরদার সংবর্ধিত

দিরাই প্রতিনিধি :-   বুধবার, ২৮ আগস্ট ২০১৯     332 ভিউ
দিরাইয়ে সাবেক ছাত্রনেতা বিপ্লব সরদার সংবর্ধিত

দিরাই ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা বিপ্লব সরদাকে বিদায় সংবর্ধনা দিয়েছে দিরাই উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।

মঙ্গলবার সন্ধা ৭টায় দিরাই উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।

উপজেলা ছাত্রদলের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়ার পরিচালনায় সংবর্ধনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র হাজি আহমদ মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা কমিটির উপদেষ্টা রশিদ আহমেদ চৌধুরী বাচ্চু, দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী। বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ইকবাল চৌধুরী, আল মরিয়াদ তনয়, সজিব রশিদ চৌধুরী, ছাত্রদলনেতা এসএম সায়েম, মেহেদী হাসান, জাহেদ মিয়া, এসআর সোহাগ, জাকির হোসাইন, শরীফ রব্বানী প্রমুখ।

 প্রধান অতিথির বক্তব্যে নাছির চৌধুরী বলেন “আওয়ামীলীগ সরকার দেশের গণতন্ত্র হরণ করে নিয়েছে। ষোল কোটি মানুষ আজ শেখ হাসিনার কাছে জিম্মি। তিনতিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জোরকরে জেলে বন্দি রেখেছে। তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছেনা। খালেদা জিয়ার মুক্তি, দেশে গণতন্ত্র কায়েম ও তারণ্যের অহঙকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ছাত্রদলসহ দেশের মানুষকে নিয়ে আন্দোলন করতে হবে। সেদিন আর বেশী দূরে নয়, শিগ্রীই বাংলার আকাশে গণতন্ত্রের পতাকা উড়বে।”

সংবর্ধিত অতিথির বক্তব্যে বিপ্লব সরদার বলেন, দেশের প্রতিটি ক্রান্তিকালেই জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা এগিয়ে এসেছেন। ছাত্রদল দেশরে স্বাধীনতা সার্ববৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করবে। গণতন্ত্র ফেরত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে দলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ আগস্ট ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com