শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

গোলাপগঞ্জ পৌরসভার ২১-২২ অর্থবছরে ৫২কোটি টাকার বাজেটা পেশ

অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি   সোমবার, ২৮ জুন ২০২১     166 ভিউ
গোলাপগঞ্জ পৌরসভার ২১-২২ অর্থবছরে ৫২কোটি টাকার বাজেটা পেশ

গোলাপগঞ্জ পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরে ৫২ কোটি ৩৩ লক্ষ ৮৩ হাজার ৩২৭ টাকার বাজেট পেশ করেছেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল। সোমবার (২৮জুন) বেলা ১২টায় পৌরসভার অডিটোরিয়ামে বাজেট ঘোষনা করা হয়। যা চলতি অর্থবছরের (২০২০-২০২১) চেয়ে ১কোটি ৩০ লক্ষ ২২ হাজার ৫৮৯ টাকা বেশি। বাজেটে আগামী ২০২১-২০২২অর্থবছরে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫২ কোটি ৩৩ লক্ষ ৮৩ হাজার ৩২৭ টাকা। এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ৪ কোটি ৩৭ লক্ষ ২০ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৩৬ লক্ষ ৫ হাজার টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৫০ হাজার টাকা। বাজেটে সার্বিক উদ্ধৃত ধরা হয়েছে ৪৭ লক্ষ ৭৮ হাজার ৩২৭ টাকা। বাজেট পেশ পরবর্তী সাংবাদিকদের প্রশ্নের জবাবে পৌর মেয়র আমিনুর রহমান রাবেল বলেন ঘোষিত বাজেটকে একটি জনবান্ধব ও পৌরবাসীর কল্যাণকর উল্লেখ করেন। তিনি বলেন আমি মেয়র হওয়ার পর থেকে পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরিত করতে ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে পৌরসভায় নতুন নতুন রাস্তাঘাট, ড্রেন নির্মাণ, সড়ক বাতি স্থাপন করা হয়েছে। আমার দায়িত্বকালীন সময়ে গোলাপগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে তিনি দাবী করেন। পৌরসভাকে দৃষ্টিনন্দন, মডেল পৌরসভা গড়ার লক্ষ্যে উন্নয়নমূলক নানা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান। বাজেট পেশ অনুষ্ঠানে বক্তব্য দেন পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর, নারী কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:০৫ অপরাহ্ণ | সোমবার, ২৮ জুন ২০২১

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com