শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি   সোমবার, ২৬ এপ্রিল ২০২১     138 ভিউ
গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামে আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী মোঃ দিলওয়ার হোসেন ও রেজিয়া রহিম মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুনিম জাহেদী ক্যারলের যৌথ অর্থায়নে পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায়-দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুর ২টায় ওই ইউনিয়নের হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের কার্যালয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সভাপতি সুলেমান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজহার আহমদের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য দেন সিলেট জেলা বারের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন দিলু।

হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের আয়োজনে দ্রব্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বারের সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা এডভোকেট কবির আহমদ বাবর, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশাহিদ আলী, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আব্দুর রহমান খাঁন সুজা, আব্দুল আজিজ ও কনাই বিবি মেমোরিয়াল ট্রাস্টের উপদেষ্টা মোহাম্মদ কাওছার খাঁন, হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সাবেক সভাপতি সাকির ইসলাম। আসাদুজ্জামান সাজুর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন। বক্তব্য দেন হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সহ-সভাপতি জিয়ান আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাহবুব রহমান, কোষাধ্যক্ষ সুফিয়ান জালালী।

অনুষ্ঠানে বক্তারা গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসীদের এমন মহতি উদ্যোগের প্রশংসা করে বলেন ওই প্রবাসীদ্বয় মিলে সব সময় আসহায় মানুষের পাশে থাকেন। তাদের মত দেশের বিত্তবানদেরও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে।

এদিকে অনুষ্ঠান সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ দিলওয়ার হোসেন ও আব্দুল মুনিম জাহেদী ক্যারল। আজীবন দেশের মানুষের পাশে দাঁড়াতে পারেন এমন প্রত্যয় ব্যক্ত করে দোয়া কামনা করেন। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ ১৯৫টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। পবিত্র রমজান মাস উপলক্ষে এর আগেও প্রবাসীদ্বয় ফুলবাড়ি ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মোট ৪৪৫টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়াও তাদের পক্ষ থেকে ৯০টি পরিবারকে ইতিমধ্যে এক মাসের খাবার দেওয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:০২ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ এপ্রিল ২০২১

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com