বিজয় রায়, ছাতক প্রতিনিধিঃ ৬ ডিসেম্বর ছাতক মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ছাতকে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মমিন।
সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা সন্তান মোহাম্মদ গোলাম কবির, মুক্তিযোদ্ধা সংসদ সিলেটের কমান্ডার সুব্রত চক্রবর্ত্তী জুয়েল। বীর মুক্তিযোদ্ধা সন্তান জাকির হোসেনর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা কমান্ডার আতাউর রহমান, বিশ্বনাথ উপজেলা কমান্ডার ওয়াহিদ আলী, ছাতক পৌর কমান্ডের সাবেক কমান্ডার অজয় ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, কবির উদ্দিন লালা, রজব উদ্দিন, আব্দুল খালিক, আজাদ মিয়া, নব নির্বাচিত উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান, সুজন মিয়া, মাসুদ রানা, হুমায়ূন কবির রুবেল, সাইফুল আলম, সুহেল আহমদ প্রমুখ।
সভায় বক্তারা গোবিন্দগঞ্জ গোল চত্ত্বরকে মুক্তিযোদ্ধা চত্ত্বর নামে নামকরন হওয়ার ঘোষনা দেন। এ নামকরন সরকারীভাবে বাস্তাবায়ন ও আনুষ্ঠানিক ঘোষনা করার জন্য সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক কাছে জোর দাবী জানান। সমাবেশ শেষে বীর মুক্তিযোদ্ধা চত্ত্বর ঘোষনা করা হল লেখা একটি সাইনবোর্ড নিয়ে গোবিন্দগঞ্জ এলাকায় মিছিল করেন মুক্তিযোদ্ধারা। এর আগে গোল চত্ত্বরকে বীর মুক্তিযোদ্ধা চত্ত্বর লেখা ব্যানার দিয়ে মুড়িয়ে দেয়া হয়।
সমাবেশে বীর মুক্তিযোদ্ধা ফখর উদ্দিন, লাল মিয়া, ফকির খাঁ, ফজর উদ্দিন, নূরুল ইসলাম, নজরুল ইসলাম, সুন্দর আলী, রনজিত চন্দ্র ধর, তোরাব আলী, চমক আলী, হানিফ উল্লাহ, সুভাষ চন্দ্র সেন, রিয়াজ উদ্দিন, আশ্রব আলী, আব্দুল মছব্বির, ছায়াদুল ইসলাম, মতিলাল দে, কাজল দাস, আক্রম আলী, ছয়ফুল্লাহসহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা উপস্থিত ছিলেন।
Posted ৭:৩৭ অপরাহ্ণ | রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad