আনওয়ার হোসেন খান বলেন, করোনার পরিস্থিতিতে দোকানপাট বন্ধ থাকায় বিপাকে পড়েন ব্যবসায়ীরা। তাদের দুর্ভোগের কথা চিন্তা করে আমি আমার ২২টি দোকানের ২ মাসের দোকান ভাড়া মওকুফের ঘোষণা দেই। তিনি বলেন, সামাজিক ও শারীরিক দূরত্বের এই দু:সহ সময়ে সবারই যার যার অবস্থান থেকে কিছু দায়িত্ব পালন করা উচিত।
আল মদিনা মার্কেটের ব্যবসায়ী জিহাদ আহমদ, মোস্তাক আহমদ, তারেক আহমদ প্রমুখ আনওয়ার হোসেন খানের এমন উদারতায় সন্তুষ্টি ও তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।