একবছর ৬মাস পালিয়ে থাকার পর নুরুল হক (৪০) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। সে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল মাখারগাঁও গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট শহরের বন্দর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিলেট কোতয়ালী থানায় দুটি ও বিশ্বনাথ থানায় একটি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এরমধ্যে বিশ্বনাথ থানায় দায়েরকৃত সিআর ৫৩/১৫ নং মামলায় তার বিরুদ্ধে ৬মাসের সাজাসহ ও ৩ লাখ ৭০হাজার টাকার অর্থদন্ড রয়েছে। আর সিলেট কতোয়ালী থানায় দায়েরকৃত ১৫৯২/১৭ নং সিআর মামলায় ১১লাখ টাকার অর্থদন্ডসহ ১০মাসের সাজা রয়েছে। তাছাড়া একই থানায় গ্রেফতারী পরোয়ানা জারির অপর মামলা নং (১৫৯২/১৭)। ওই তিন মামলায় তার বিরুদ্ধে ১৩ লাখ ৭০হাজার টাকার অর্থদন্ড ও ১৬ মাসের সাজা রয়েছে।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, ১৩ লাখ ৭০হাজার টাকার অর্থদন্ড ও ১৬মাসের সাজাপ্রাপ্ত আসামি নুরুলহক প্রায় ১৬ মাস ধরে পলাতক ছিল।
Posted ১০:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad