পি সি দাশ পীযূষ, শাল্লা ( সুনামগঞ্জ) প্রতিনিধি : বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ধারাবাহিকতায় এখন ভাটী বাংলার হাওরাঞ্চলের দিকে বেশি করে নজর দিয়েছেন । তিনি প্রতিনিয়ত গ্রাম বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তৎপর রয়েছেন বলে বক্তব্য রাখেন দিরাই শাল্লার সাংসদ ড. জয়া সেনগুপ্তা ।
সুনামগঞ্জের শাল্লায় মঙ্গলবার বেলা ১ ঘটিকায় আঙ্গারুয়া গ্রামের শিব মন্দিরের পাশে পল্লী বিদ্যুৎ সমিতির উদ্দ্যোগে বাহাড়া ও হবিবপুর ইউনিয়নের ১৫ টি গ্রামে বিদ্যুতায়ন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথাগুলো বলেন ।
এসময় তিনি আরো বলেন হাওরাঞ্চলের মানুষ আমার স্বামী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তকে হৃদয় দিয়ে ভালবাসতেন ,উনার স্বপ্নই আজ বাস্তবায়ন হচ্ছে । তিনি আরো বলেন শেখ হাসিনার সরকারকে আপনারা সব সময় ভাল বেশে গেছেন বলেই, তিনি সব সময় হাওর পাড়ের উন্নয়নের চিন্তা করেন । সেই জন্যেই আজ এই অজপাড়া গাঁয়েও বিদ্যুতের আলো ঘরে ঘরে জ্বলছে ।
এলাকার প্রবীন ব্যক্তিত্ব সাবেক বাহাড়া ইউপি চেয়ারম্যান রামানন্দ দাসের সভাপতিত্বে শুভ বিদ্যুতায়ন অনুষ্টানে বাহাড়া ইউনিয়নের নওয়াগাঁও, আঙ্গারুয়া, হরিনগর, সুখলাইন, শিবপুর, পোড়ার পাড় এবং হবিবপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও, আছানপুর, পুটকা, কলাপাড়া, জাতগাঁও, নারকিলা, মার্কুলী, টুকচাঁনপুর, হবিবপুর নয়াগাঁওয়ে বিদ্যুতায়ণ উদ্বোধন করা হয় ।
উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী , উপজেলা নির্বাহী অফিসার আল মুক্তাদির হোসেন , অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস, পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক কৃপাসিন্ধু বনিক ,সহকারী জেনারেল ম্যানেজার দিরাই সার্কেল নুরুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ বিধান চৌধুরী, আবুল কাশেম আজাদ, বিবেকানন্দ মজুমদার বকুল , জামান চৌধুরী ফুল মিয়া, সাবেক চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, আব্দুল গনি, আবুল লেইছ চৌধুরীসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী,সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
পরে সাংসদ জয়া সেনগুপ্তা শাল্লা হাসপাতাল পরিদর্শন কালে দায়িত্বে নিয়োজিত সকলের উদ্দেশ্যে তিনি রোগীদের প্রতি সেবার মনোভাব মাথায় রেখে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেন ।
Posted ৯:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad