মঙ্গলবার ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

হাওরে সুশাসন কৃষি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সুশীল সমাজের করণীয় শীর্ষক মতমিনিময় সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯     172 ভিউ
হাওরে সুশাসন কৃষি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সুশীল সমাজের করণীয় শীর্ষক মতমিনিময় সভা অনুষ্ঠিত

কাজী জমিরুল ইসলাম মমতাজ, দক্ষিণ সুনামগঞ্জ অফিসঃ
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে হাওরে সুশাসন কৃষি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সুশীল সমাজের করণীয় শীর্ষক মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা থেকে দিন ব্যাপী এএলআরডির অর্থায়ন ও আয়োজনে উপজেলার এফআইভিডিবি হলরুমে এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদার সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মির্জা মো: আজিম হায়দারের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এএলআরডিার উপ-নির্বাহী পরিচালক রওশনআরা মনি, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা সাতক্ষিরার এক্সিউটিব ডিরেক্টর কৃষ্ণ পদ মুন্ডা, র‌্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ এবাদুর রহমান বাদল, চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মোছা, চলন বিল উড্ডয়ং সোসাইটির চীপ এক্সিউটিব এস এম মিজানুর রহমান, রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা তালতলী বগুনার এক্সিউটিব ডিরেক্টর মোঃ রফিকুল আলম, সাথী নাটোরের এক্সিউটিব ডিরেক্টর শিবলী সাদিক, পল­ী উন্নয়ন প্রকল্প এর চীপ কো-অর্ডিনেটর মোঃ আবু হাসনাত, নবনিতা মহিলা কল্যাণ সমতি নরসিংদির এক্সিউটিব ডিরেক্টর আতিকা হোসাইন রাণী, কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্স ডেপল্যাপম্যান্ট সোসাইটি দুর্গাপুর নেত্রকোনার এক্সিউটিব ডিরেক্টর সাইদা শামীমা সুলতানা,এসিডিএফ মধুপুর টাংগাইলের জুয়েল রিচেল, সুনামগঞ্জ জনকল্যাণ সংস্থা সুজনের নির্বাহী পরিচালক নির্মল বট্টাচার্য্য, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাশ্মীর রেজা, ইরার প্রতিনিধি মো: মোশাররফ হোসেন, পদ্ধা এনজিও সংস্থার নির্বাহী পরিচালক মো: সাজ্জাদুর রহমান, সিলেট ডেভলপমেন্ট সোসাইটি এসডিএসের নির্বাহী পরিচালক মো: আব্দুল হামিদ, আরপিডবিøউএসের নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন, রাইছ ফাউন্ডেশনের সহকারী পরিচালক কামরুল ইসলাম, বিআরডিএস সুনামঞ্জের পরিচালক আনোয়ার হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, হাওর উইমেন ডেভলপমেন্ট অরগানাইজেশনের নির্বাহী পরিচালক শাহীন রহমান, স্বপ্ন রানার পরিচালক জাহাঙ্গীর আলম, আরডিএএসের পরিচালক মিজানুল হক সরকার, পাশা এর নির্বাহী পরিচালক হুমায়ুন কবির, প্রচেষ্টার নির্বাহী পরিচালক আলী নাকী খান, হাউস এর নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, হাসি‘র নির্বাহী পরিচালক আকরাম হোসাইন রুমি, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের একে কুদরত পাশা, এইচআরএম এর সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার দাশ, জাতিয়া আধিবাসী পরিষদের নরান প্রদান,বিআরএফের দিপুরাম রবিদাশ, নারী নেত্রী জান্নাতুল মারিয়া কল্পনা, রওশন আরা বেগম, সালেহা বেগম, সেলিনা আবেদীন প্রমুখ।

দিন ব্যাপী মতবিনিময় সভায় সুচিন্তিত মতামত ও আলোচনার ভিত্তিতে হাওরবাসীর সুরক্ষায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনার দিকসমূহ নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com