মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে :: হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে আবারও অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (০১ ডিসেম্বর) দুপুরে জেলা সদর আধুনিক হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ ইব্রাহিম এর উদ্যোগে পরিচালিত অভিযানে সহযোগীতায় ছিলেন সদর থানার ওসি মোঃ মাসুক আলী, ওসি অপারেশন দৌস মোহাম্মদসহ একদল পুলিশ।
এ সময় দালালীর অভিযোগে নিপন দাস (১৯) নামে এক যুবককে হাসপাতালের জরুরী বিভাগ থেকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি নবীগঞ্জ উপজেলার চৌকি গ্রামের কাজিনাথ দাসের পুত্র।
পুলিশের জিঞ্জাসাবাদে নিপন দাস জানায়, সে গত ১৫ দিন থেকে হাসপাতাল সংলগ্ন জনতা ফার্মেসীর কর্মচারী হিসেবে কাজ করে আসছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে কতিপয় ফার্মেসীর মালিকরা কমিশন প্রদানের মাধ্যমে দালাল নিয়োগ করেছে। ওই দালালচক্র জরুরী বিভাগে রোগীরা আসলে তাদের হাতে থাকা ডাক্তারের ব্যবস্থাপত্র নিয়ে টানা-হেচড়া শুরু করে। এ ব্যাপারে পত্রিকায় সচিত্র সংবাদ প্রকাশ হলে প্রশাসনের টনক নড়ে।
সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, ওই দালালদের বিরুদ্ধে রেড এলার্ড ঘোষনা করা হয়েছে। এ অভিযান নিয়মিত চলবে।
Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad