মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জ থেকে সিলেটের মধ্যে যাত্রীসেবায় যুক্ত হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিসি) এর বাস সার্ভিস। শুরুতে এ রুটে ৬টি এসি বাস দিয়ে যাত্রী পরিবহন চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিআরটিসি কর্তৃপক্ষ। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বাস সার্ভিস উদ্বোধন করেন।
জানা গেছে, সিলেট বিভাগের চার জেলায় পরিবহণ শ্রমিকদের ডাকা চলমান ৭২ ঘন্টার ধর্মঘট শেষ হলেই এ বাসগুলো চলাচল শুরু করবে।
এ বিষয়ে বিআরটিসি সিলেট ডিপো ইনচার্জ জুলফিকার আলী জানান, পরীক্ষামূলকভাবে হবিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির এসি বাস চলাচল শুরু হয়েছে। এই রুটে আপাতত ৬টি বাস চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুরুতে দুইটি বাস চলাচল করলেও পরবর্তীতে ৬টি বাস নামানো হবে। বিআরটিসি কর্তৃক সিলেট-হবিগঞ্জ রুটের (এসি) বাস ভাড়া হবে ২৭৭ টাকা। তবে শীতকালিন সময়ে ভাড়া নেয়া হবে ১৮০ টাকা।
Posted ২:৩২ অপরাহ্ণ | বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad