মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জ জেলায় নতুন করে আরো ৪৫ জনের দেহে করোনাভাইরাস শানাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা ৮০৪ জন।
রবিবার (৫ জুলাই) বিকেলে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্বল বিষয়টি নিশ্চিত করেন । তিনি জানান, গত ১, ২ জুলাই হবিগঞ্জ থেকে পাঠানো নমুনা পরীক্ষায় আরো ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ১৭ জন, মাধবপুর উপজেলায় ৯ জন, নবীগঞ্জ উপজেলায় ৭ জন, চুনারুঘাট উপজেলায় ৬ জন, বানিয়াচং উপজেলায় ৫ ও বাহুবল উপজেলায় ১ জন। এ পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ২৯৮ জন ও মৃত্যু হয়েছে ৬ জনের।
Posted ১০:২২ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad