মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ : হবিগঞ্জে করোনাকালে সরকার ঘোষিত সাধারণ ক্ষমায় হবিগঞ্জ জেলা কারাগার থেকে সাত জন কারামুক্ত হয়েছেন। রোববার (৩ মে) বেলা ৩টার দিকে ৫ জনকে মুক্ত করে দেয়া হয়েছে। অন্য দুইজন আরোপিত ১০ হাজার টাকা অর্থদণ্ড পরিশোধ সাপেক্ষে মুক্তি পাবেন বলে জানিয়েছেন জেলার মো. জয়নাল আবেদীন ভুইয়া।
তিনি জানান- গতকাল ৫ জনকে মুক্তি দেয়া হয়েছে। তবে অন্য দুইজনের ১০ হাজার টাকা অর্থদণ্ড পরিশোধ না করায় আপাতত মুক্তি পাচ্ছেন না। ওই টাকা পরিশোধ করলে তাৎক্ষণিক তাদেরকেও মুক্তি দেয়া হবে। মুক্তিপ্রাপ্ত সকলেই ভ্রাম্যমান আদালতসহ অন্যান্য মামলায় ছয় থেকে এক বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। মুক্তিপ্রাপ্ত সকলেই হবিগঞ্জ জেলার বাসিন্দা।
আপাতত মুক্তি পেয়েছেন, মাধবপুর উপজেলার উত্তর সুরমা গ্রামের মরম আলীর ছেলে রুবেল মিয়া, নবীগঞ্জ উপজেলার গোয়ান্দা গ্রামের সুমন মিয়ার স্ত্রী শিউলী বেগম, একই উপজেলার নিজ চৌকি গ্রামের তৌফিক চৌধুরীর ছেলে ইমন চৌধরী ও ইমরান চৌধুরী এবং বানিয়াচং উপজেলার শেখের মহল্লা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে মনির মিয়া।
এছাড়া বন বিভাগের মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড থাকায় চুনারুঘাট উপজেলার কাপাই চা বাগান এলাকার তরী মুন্ডার ছেলে সুজন মুন্ডা ও ঝান্ডা মুন্ডার ছেলে চন্দ্র মুন্ডা মুক্তি পাচ্ছেন না।
Posted ২:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad