মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : করোনাভাইরাস শনাক্ত করণে হবিগঞ্জে পিসিআর ল্যাব স্থাপন করা হচ্ছে। জেলা সদরে স্থাপিত শেখ হাসিনা মেডিক্যাল কলেজে এই ল্যাবটি স্থাপন করা হবে। ইতোমধ্যে ৫ জন কর্মীকে পদায়ন করা হয়েছে। সরকারিভাবে প্রয়োজনীয় মেশিনপত্র ক্রয় করার পর সহসাই তা স্থাপন করা হবে ।
এ ব্যাপারে হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো.আবু জাহির বলেন, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে ৫ জন টেকনেশিয়ান নিয়োগ দেয়া হয়েছে। শীঘ্রই একটি পিসিআর মেশিন প্রেরণ করা হবে ঢাকা থেকে। তার পরই করোনাভাইরাস পরীক্ষার কাজ শুরু হবে হবিগঞ্জে।
সূত্রে জানা গেছে, হবিগঞ্জে পিসিআর ল্যাব স্থাপনের জন্য গত ২০ মে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন ল্যাব টেকনেশিয়ান পদায়নের জন্য চিঠি দেন। সে অনুসারে হবিগঞ্জের দুজন ও ঢাকা, সিলেট ও মৌলভীবাজার থেকে তিনজনকে নিযুক্ত করা হয়েছে। এখন মেশিন স্থাপন করা হলে অন্য সকল কাজ সম্পন্ন হবে।
জানা গেছে, হবিগঞ্জে ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭১ জন। মারা গেছে এক শিশু। প্রায় দেড়মাস ধরে স্থানীয়রা দাবি জানিয়ে আসছিলেন করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের জন্য। অবশেষে ল্যাব স্থাপনের প্রক্রিয়া বাস্তবায়ন হচ্ছে।
Posted ৮:৫৮ অপরাহ্ণ | রবিবার, ৩১ মে ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad