মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জে পুলিশ, চিকিৎসকসহ একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনিবার (২০ জুন) ঢাকা ও সিলেট পিসি ল্যাব থেকে আসা ফলাফলে জেলায় ৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা রোগীর সংখ্যা হলো ৩৫৭ জন।
শনিবার সন্ধ্যায় হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করে জানান, ১৭, ১৮ জুন হবিগঞ্জ থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার ফলাফল শনিবার পাওয়া যায়। এতে ৬৯ জনের করোনা শনাক্ত হয়। এরপর সিলেট ল্যাব থেকে আরো ১২ জনের পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। এ নিয়ে মোট একদিনে ৮১ জন শনাক্ত হয় যা, এযাবৎ সর্বোচ্চ।
এর মধ্যে হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলায় ৪০ জন, মাধবপুর ২২ জন, চুনারুঘাট ৭ জন, বানিয়াচং ৬ জন, লাখাই ২জন, আজমিরীগঞ্জ ২ জন, বাহুবল ১জন এবং নবীগঞ্জ ১জন।
গতকাল পর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছেন ৩৫৭ জন, আরোগ্য লাভ করেছেন ১৫৮ জন এবং এক শিশু ও এক স্বাস্থ্যকর্মীসহ মারা গেছেন মোট ৪ জন।
Posted ১১:৩৯ অপরাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad