মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে: বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে সারাদেশে প্রায় তিন মাস পর শর্ত শাপেক্ষে ৩১শে মে থেকে লকডাউন শিথিল করা হয়েছে। এর মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহারের শর্ত ছিল অন্যতম। মঙ্গলবার (২ জুন) হবিগঞ্জে দেখা যায় শর্ত না মানার চিত্র। হবিগঞ্জ সার্কিট হাউজের সামনের সড়কে মোবাইল কোর্টের মাধ্যমে সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত আরোপিত শর্ত না মানার দায়ে যাত্রী ও পথচরীদের জরিমানা করা হয়েছে।
জানা যায়, ওই সময় সামাজিক দূরত্ব না মানা ও মুখে মাস্ক না পড়ার অপরাধে পথচারী ও টমটম যাত্রীদের একশত টাকা করে ৩৯ জনকে মোট ৩হাজার ৯শ টাকা জরিমানা করা হয় এবং প্রথম বারের মতো শতর্ক করা হয়। এরপর শর্ত না মানলে জেল ও জরিমানা উভয় দন্ড দেয়া হবে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা।এ সময় মোবাইল র্কোটকে সহযোগীতা করেন সদর থানার এসআই আবু নাঈম মিয়া, জহিরুল ইসলামসহ একদল পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার এসআই আবু নাঈম।
Posted ৮:৫০ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad