মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে ::
হবিগঞ্জ শহরের পুলিশ লাইনের পুকুর থেকে শাহিনুর রহমান নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে হবিগঞ্জস্থ পুলিশ লাইনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত শাহিনুর ময়মনসিংহ জেলাসদরের কামরুজ্জামানের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ লাইনে অবস্থানরত কনস্টেবল শাহিনুর গতকাল সকাল থেকে নিখোঁজ ছিলেন। ওইদিন রাত ৯টার দিকে পুলিশ লাইনের পুকুর পাড়ে শাহিনুরের ধোয়া কাপড় দেখতে পেয়ে সহকর্মীরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান। পরে আজ সকালে মাছ ধরার জাল দিয়ে পুলিশ লাইনের পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুক আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুলিশ কনস্টেবল শাহিনুর পুকুরের গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। ওসি আরও জানান, শাহিনুরের সহকর্মীরা জানিয়েছে সে সাঁতার কাটতে জানতো না। তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। আজ বিকালে পুলিশ লাইনে জানাজা শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Posted ১২:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad